আমুদরিয়া নিউজ: জঙ্গলে তল্লাশি অভিযানে বেরিয়ে মাওবাদীদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ গেল ৩ পুলিশকর্মীর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ের সীমানায় তেলেঙ্গানার মুলুগু জেলায়। জানা যাচ্ছে এদিন রুটিন তল্লাশি অভিযানে বেরিয়েছিল পুলিশের একটি দল। জঙ্গলের মধ্যে আইইডি পুঁতে রাখা ছিল। সেই আইইডি বিস্ফোরণে নিহত হন তিন পুলিশ আধিকারিক। যেখানে বিস্ফোরণ ঘটে, সেই এলাকাটি গভীর জঙ্গলে ঘেরা। আর এই এলাকায় মাওবাদীরা অত্যন্ত সক্রিয়। এই ঘটনার পরই বিশাল বাহিনী গিয়ে তল্লাশি অভিযান শুরু করে। ওই এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
