আমুদরিয়া নিউজ : কলকাতার বিগেডে গীতা পাঠের দিন চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় ধৃত ৩ ব্যক্তির জামিন হয়েছে। তাঁদের জামিনের পরে সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তিনজনকে ফুলমালা দিয়ে সম্বর্ধনা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হয়েছেন। শুভেন্দুবাবু জানান, তিনি ব্যক্তিগতভাবে ওই তিনজনের জন্য নিরাপত্তারক্ষীর বন্দোবস্ত করে দেবেন। ওই মামলায় অভিযুক্তদের আইনজীবী আদালতে জানান, বিক্রেতা ভেজ প্যাটিস বলে গীতাপাঠের আসরে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন। তা নিয়ে পুলিশের কাছে পাল্টা অভিযোগ দায়ের হয়েছে।