আমুদরিয়া ওয়েব ডেস্ক: আরজি কর কাণ্ডের রেশ থাকার মধ্যেই এবার উত্তেজনা ছড়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্তকে ঘিরে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। উঠে এল এসএসকেএম হাসপাতালের পিজিটি অভীক দে’র নামও।
আরজি করের ঘটনার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকেরা। হাসপাতালে কর্মবিরতি পালন করে চলছেন জুনিয়র চিকিৎসকেরা। বুধবার মেডিক্যাল কলেজে রোগী কল্যাণ সমিতির বৈঠকে গিয়েছিলেন গৌতম দেব। সেই সময় খবর পেয়ে মিটিং হলের বাইরে জড়ো হন জুনিয়র চিকিৎসকেরা। সেখানেই মেয়রকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডিন সন্দীপ সেনগুপ্তকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়

উত্তরবঙ্গ মেডিকেলে চোর-চোর স্লোগান, বিক্ষোভ, ঘেরাও
Leave a Comment