আমুদরিয়া নিউজ : পরিবেশ দূষণ থেকে বাঁচতে এক নতুন নিয়ম জারি করল দিল্লি সরকার। নিয়মে বলা হয়েছে, যেসব গাড়ি পরিবেশ দূষণ করে না শুধুমাত্র সেগুলিই দিল্লির রাস্তায় চলবে। তার জন্য দেখাতে হবে গাড়ির পিইউসি সার্টিফিকেট। যেসব গাড়িগুলি তা দেখাতে পারবে না সেগুলি আগামী ১ এপ্রিল থেকে দিল্লির রাস্তায় চলবে না। এমনকি যেসব গ্রাহক এই পরিবেশ দূষণকারী গাড়িগুলিকে পেট্রোল পাম্পে নিয়ে আসবে তাঁদের জ্বালানি দেওয়া হবে না।
