আমুদরিয়া নিউজ : বাইক নিয়ে পড়ে গিয়েছিলেন এক ব্যক্তি। আরেক বাইকওয়ালা তাকে ধাক্কা দেওয়াতেই এই বিপত্তি। ধাক্কা খাওয়া বাইকওয়ালা তো রেগেই অস্থির। নিজের বাইক মাটিতে ফেলে রেখেই ঝগড়া করতে উদ্ধত হয়ে তেড়ে এলেন তিনি। তবে যিনি ধাক্কা দিয়ে তিনি বাকবিতণ্ডায় জড়াতে চান না। তাই তড়িঘড়ি আপোস করলেন তিনি। পকেট থেকে বার করলেন এক প্যাকেট সিগারেট। লাইটারও ছিল তাঁর কাছে। একটি দিলেন ধাক্কা খাওয়া বাইকওয়ালাকে। একটি নিজে ধরালেন। এমন সমাদর পেয়ে ধাক্কা খাওয়া বাইকওয়ালা গলে জল। যিনি ধাক্কা মেরেছেন তাকে ধন্যবাদ জানালেন। তারপর নিজের বাইক উঠিয়ে রওনা দিলেন গন্তব্যে। সম্প্রতি রাস্তার সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই ভিডিওর ক্যাপশন, হান্ড্রেড প্রবলেমস, ওয়ান সলিউশন।
