আমুদরিয়া নিউজ : কোচবিহারে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে নানা সময়ে চাপানউতর চলে। দলের অন্দরে কান পাতলে শোনা যায়, রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়ের মতো প্রথম সারির নেতারা নিজেদের সবুজ তৃণমূল বলতেই অভ্যস্ত। পক্ষান্তরে, বাম দল থেকে আসা উদয়ন গুহ, পরেশ অধিকারী সহ বেশ কয়েকজন ও তাঁদের অনুগামীদের বলা হয়ে থাকে লাল তৃণমূল। এটা নিয়ে বেশ আকচাআকচি চলে। কেউ প্রকাশ্যে বলেন না। ঘটনা হল, বৃহস্পতিবার খোদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এক সভায় বলে দিয়েছেন, যে ভোটাররা দিনের পর দিন বামফ্রন্টকে ভোট দিয়ে জেতাতেন, তাঁরা সেই পথ ছেড়ে তৃণমূলকে ভোট না দিলে তৃণমূল ক্ষমতায় আসতে পারত না।
তা হলে সেই সব ভোটারদের লাল তৃণমূল বলা ঠিক নয়। এটা ঠিক হবে না। তবে রবি ঘোষের অনুগামীরা দাবি করেন, তৃণমূলের কর্মীরা রক্ত ঝরিয়েছেন বলেই তাঁরা ক্ষমতায় এসেছেন।