আমুদরিয়া নিউজ : ভাইরাল হতে কতকিছুই না করেন মানুষ। তাতে আবার বিষয় যখন মদ, তখন ভাইরাল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। সম্প্রতি সেই মদ নিয়েই এক ভিডিওতে মন্তব্য করতে দেখা গেল এক বয়স্ক ভদ্রলোককে। তিনি দার্শনিকদের মতোই দিলেন এক হিসেব। বললেন, এক পেগ মদ একটা মানুষের জীবনের ৫ মিনিট কমিয়ে দিতে পারে। আর একটুকরো হাসি বাড়িয়ে দিতে পারে জীবনের ১০ মিনিট। তাই হাসতে হাসতে মদ খাওয়া উচিত। তাহলে ৫ মিনিট লাভেই থাকবে মানুষ।
