আমুদরিয়া নিউজ: ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে এবার বসবে মহিলা ওয়ান ডে বিশ্বকাপের আসর। তার আগে শুক্রবার থিম সং প্রকাশ্যে আনল আইসিসি। গানটি গেয়েছেন ভারতের শ্রেয়া ঘোষাল। গানের নাম দেওয়া হয়েছে, ‘ব্রিং ইট হোম’। অর্থাৎ, ট্রফি ঘরে আনো। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও লাইভ পারফর্ম করার কথা রয়েছে শ্রেয়া ঘোষালের। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান। দীর্ঘ ১২ বছর পর আবার ভারতে ফিরছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনের দিনই মুখোমুখি হবে হরমনপ্রীত কৌরের ভারত ও চামারি আথাপাত্থুর নেতৃত্বাধীন শ্রীলঙ্কা।