আমুদরিয়া নিউজ : বদলে গেল তাপমাত্রার পূর্বাভাস। আগামী কয়েক দিনে রাজ্য জুড়ে পারদ পতনের কোন সম্ভাবনা নেই, জানালো আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস থেকে জানা গিয়েছে, মঙ্গল ও বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় সামান্য বৃষ্টি হতে পারে। আংশিক সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে। তারপর থেকে সর্বত্র আবহাওয়া থাকবে শুষ্ক। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতাও জারি করা হয়নি।
সকালের দিকে উত্তরবঙ্গে কুয়াশা থাকলেও আপাতত বৃষ্টিপাতের কোন লক্ষণ নেই।