আমুদরিয়া নিউজ : ভারতের সংবিধানের প্রস্তাবনা থেকে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি বাদ দেওয়ার আর্জি জানিয়ে যে মামলা হয়েছিল তা খারিজ করে দিযেছে সুপ্রিম কোর্ট। ওই শব্দগুলি বাদ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী সহ অনেকেই। সেই আর্জিই খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।
১৯৭৬ সালে দেশে ইন্দিরা গান্ধীর সরকারের আমলে কেন্দ্রের তরফে আনা ৪২ তম সংবিধান সংশোধনীতে প্রস্তাবনায় যোগ হয় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও অখণ্ডতা শব্দগুলো। তার পরে সংবিধান সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র’ থেকে পরিণত হয়েছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র-এ। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ ওই আদেশ দিয়েছে।