আমুদরিয়া নিউজঃ রাসচক্র তৈরি করার ভার এখন আমিনুল হোসেনের কাঁধে। বাবা আলতাফ মিঞাই এতদিন ধরে তৈরি করে আসছিল ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরের এই রাসচক্র। তবে গত দুই বছরের বেশি সময় ধরে অসুস্থ আলতাফ মিঞা। অসুস্থতার কারণে গত বছর রাসচক্র তৈরি করতে পারেন নি তিনি। রাসচক্র তৈরির ভার তুলে দিয়েছেন ছেলে আমিনুলের কাঁধে। গত বারের মতো এবছরও রাসচক্র তৈরি করছেন তিনি। আমিনুলের স্ত্রী, পুত্র মাঝে মধ্যে তাকে সাহায্য করছে। তবে এখন রাসচক্র তৈরির মূল কারিগর তিনিই। লক্ষ্মী পূর্ণিমা থেকে রাসপূর্ণিমা পর্যন্ত একমাস ধরে এই রাসচক্র তৈরির কাজ চলে। নিষ্ঠার সাথে পুরোপুরি নিরামিষ খাবার খেয়ে এই রাসচক্র তৈরি করা হয়। বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন আমিনুল, আলতাফরা। হাতে সময় আর মাত্র ২-৩ দিন। তাই এখন চুড়ান্ত ব্যস্ততা। রাসচক্র তৈরির কাজ শেষের দিকে। বাঁশ, কাগজ, রঙ ইত্যাদি দিয়ে তৈরি করা হয় এই রাসচক্র। তার গায়ে করা থাকে অসাধারণ নকশা ও কারুকার্য।
আমিনুল জানান, একমাস সময় ধরে এই রাসচক্র তৈরি করা হয়। বংশ পরম্পরায় আমরা এই কাজ করে আসছি। বাবা অসুস্থ হয়ে পড়ায় গত বছর থেকে আমি রাসচক্র তৈরি করছি। রাস পূর্ণিমার দিন ভোর বেলা এই রাসচক্র মদনমোহন মন্দিরে নিয়ে যাওয়া হবে। এসময় আমি জীবিকা নির্বাহের জন্য অন্য কোনো কাজ করিনা।