আমুদরিয়া নিউজ ডেস্ক : মধ্যপ্রেদেশের জব্বলপুর-মুম্বই গরিব রথ এক্সপ্রেসে বাঙ্কের হ্যান্ডেলে জড়িয়ে ছিল সাপ। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, সাপটি বেশ কিছুক্ষণ উপরের সিটের দিকে যাওয়ার চেষ্টা করেছে। যাত্রী তা দেখে চেঁচামেচি করেন। কেউ কেউ ভিডিও করতে ব্যস্ত হন।
রেলের রিপোর্ট, সাপটি বিষাক্ত সাপ ছিল। মুম্বইগামী ট্রেনে সাপটি সম্ভবত কার শেডের জঙ্গল থেকে ঢুকে পড়েছিল। পরে রেলকর্মীরা গিয়ে সাপটিকে বাইরে বার করেন।