আমুদরিয়া নিউজ : মরক্কোয় শীতকালে বৃষ্টিপাতের পর দেশে চলতে থাকা সাত বছরের খরা শেষ হয়েছে, এমনটাই জানিয়েছেন দেশটির জলসম্পদ মন্ত্রী নিজার বারাকা। বারাকা সংসদ সদস্যদের বলেছেন, এই শীতকালে এখন পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ গত বছরের তুলনায় ৯৫ শতাংশ এবং মৌসুমী গড়ের চেয়ে ১৭ শতাংশ বেশি। সরকারি তথ্য অনুযায়ী, বাঁধ পূরণের গড় হার ৪৬ শতাংশে উন্নীত হয়েছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জলাধার এখন পূর্ণ ক্ষমতায় রয়েছে। গত কয়েক বছরের জল নিয়ন্ত্রণের পর এই বৃষ্টিপাত কৃষিক্ষেত্রে স্বস্তি এনে দিয়েছে।
সাত বছর ধরে চলতে থাকা এই খরা মরক্কোর বাঁধগুলোকে শুকিয়ে ফেলেছিল, গবাদি পশুর সংখ্যা কমে গিয়েছিল এবং কৃষিক্ষেত্রে ব্যাপক সংকট তৈরি করেছিল। বারাকা জানিয়েছেন মরক্কো ২০৩০ সালের মধ্যে তার পানীয় জলের ৬০ শতাংশ পরিশোধিত সমুদ্রের জল থেকে সরবরাহ করার লক্ষ্য নিয়েছে, যা আগের ২৫ শতাংশ থেকে অনেকটাই বেশি।
Leave a Comment