আমুদরিয়া নিউজ : কানপুর টেস্টের দ্বিতীয দিনের খেলাই হল না। বৃষ্টির জন্য দুই টিমই হোটেলে ফিরে গিয়েছে। প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বৃষ্টি। বেলা দেড়টা নাগাদ আম্পায়াররা এদিনের মতো খেলা স্থগিত করে দেন।
প্রথম ইনিংসে যতটা খেলা হয়েছে তাতে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করেছে। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে উইকেটে আছেন। ভারতের পক্ষে আকাশদীপ ২টো ও রবিচন্দ্রন অশ্বিন ১টা উইকেট নেন।