আমুদরিয়া নিউজ : আন্ত রাজ্য সীমান্তে উদ্ধার হওয়া অনেকগুলি উট মরুরাজ্যে ফেরত পাঠালো পুলিশ প্রশাসন। গত ১৯ অক্টোবর কোচবিহার-অসম সীমান্ত বক্সিরহাটের ভাঙাপাকড়ি এলাকা থেকে একটি বড় কন্টেনার গাড়ি আটক করে পুলিশ। ওই কন্টেনার থেকে ২০ টি উট উদ্ধার করে জোড়াই ফাড়ির পুলিশ। আটক করা হয় তিন জনকে। পরে সে গুলিকে একটি খোয়ারে রেখে চিকিৎসা ও দেখভাল করা হতে থাকে। অল্প পরিসরে গাদাগাদি করে আনার ফলে অসুস্থ হয়ে ৫ টি উটের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
এর পর জেলা পুলিশের উদ্যোগে রাজস্থানের একটি পশু প্রেমী সংগঠনের সহযোগিতায় উদ্ধার করা উট গুলিকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। মঙ্গলবার বড় বড় কয়েকটি কন্টেনার গাড়িতে করে ওই উট গুলিকে রাজস্থানের উদ্দেশ্যে ফেরত পাঠালো তুফানগঞ্জ থানার পুলিশ প্রশাসন।