আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের দক্ষিন সলসলাবাড়ি চার মাইল এলাকায় গদাধর নদীর ধারে বেগুন ক্ষেতের আড়ালে অবৈধভাবে চাষ করা পপি ক্ষেত নষ্ট করলো আলিপুরদুয়ার থানার পুলিশ। জানা গেছে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ ঐ এলাকায় অভযান চালিয়ে ট্রাক্টর দিয়ে অবৈধভাবে চাষ করা চৌদ্দ বিঘা জমির পপি গাছ নষ্ট করে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে এই এলাকায় কিছু দুষ্কৃতি দীর্ঘদিন ধরে পপি চাষ করে আসছিলো। উল্লেখ্য পপি বীজকেই পোস্ত হিসাবে ব্যবহার করা হয় ও পপি গাছ থেকেই আফিম তৈরি হয়।
এদিনের অভিযানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার মহকুমা পুলিশ আধিকারিক শ্রী নিবাস এম পি, আলিপুরদুয়ার থানার আই সি অনির্বান ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ কর্মীগন। আলিপুরদুয়ার জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম