আমুদরিয়া নিউজ : দুজনই ব্রাজিলের বাসিন্দা। একজনের নাম অ্যালিনে তামারা মোরিয়েরা ডি আমোরিম (৩৭), আরেকজনের নাম ব্রিয়াত্রিজ ট্রাভের্স ডি সিলভা ফারিয়া (২৭)। দুজনেই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে ব্রাজিলে বেশ বিখ্যাত।
নানা জায়গায় ঘুরে ছবি, ভিডিও দিয়ে শ্রোতা-দর্শকদের অসংখ্য বাহবা কুড়িয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর দুজনে একটি বিলাশবহুল জাহাজে করে সাওপাওলোর সমদ্রে ঘুরতে ঘুরতে এক জায়গায় থামেন। সেখান থেকে একটি একটি স্পিড বোটে চেপে ডেভিলস থ্রোট নামে সমুদ্র উপকূলে রওনা দেন। ওই জায়গাটি এমনিতেই ঝুঁকিবহুল। তাই স্পিড বোটের সকলকে চালক লাইফ জ্যাকেট পরতে অনুরোধ করেন। তাঁর দাবি, ওই দুজন লাইফ জ্যাকেট পরেননি। তাঁরা ছবি, ভিডিও ভাল হবে না জানিয়ে লাইফ জ্যাকেট নিতে অস্বীকার করেন।
জনে জানান, তাঁদের কিছু হবে না। এর পরে বিশাল একটি ঢেউয়ের ঝাক্কায় স্পিড বোটটি উল্টে যায়। যাঁদের লাই জ্যাকেট ছিল তাঁরা কোনমতে ভেসে, পাথর ধরে বেচে যান। কিন্তু, দুই তরুণী বিশাল সমুদ্রে হারিয়ে যান। একজনের দেহ তিন দিন পরে পাওয়া যায়। আরেকজনের দেহ ৭ দিন পরে মেলে। পুলিশ এখন তদন্ত করছে, ওই দুজনের মৃত্যু এড়ানো যেত কি না তা নিয়ে।