আমুদরিয়া নিউজ : আমেরিকার সামরিক বাহিনীর দফতর পেন্টাগন থেকে নিউইয়র্ক টাইমস সহ চারটি সংবাদ মাধ্যমের অফিস সরানোর নির্দেশ দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রশাসন বলেছে, এখন থেকে পেন্টাগনে ঘুরিয়ে ফিরিয়ে নানা সংবাদ মাধ্যমকে কাজ করতে দেওয়া হবে। নতুন রোটেশন তালিকাও দেওয়া হয়েছে। তাতে নিউইয়র্ক টাইমস ছাড়াও ন্যাশনাল পাবলিক রেডিও, এনবিসি নিউজ, পলিটিকোকেও ১৪ ফেব্রুয়ারির অফিস সরাতে বলা হয়েছে। সেই জায়গায় নিউইয়র্ক পোস্ট, ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক, ব্রেটবার্ট নিউজ নেটওয়ার্ক ও হাফপোস্ট নিউজকে অফিসের জায়গা করে দেওয়া হবে।
পেন্টাগনের বাইরে ১৪টি সংবাদ মাধ্যম নিয়মিত সেনা শিবিরের নানা খবর সংগ্রহ করে প্রকাশ করে থাকে। এতদিন ওই চারটি গণমাধ্যম পেন্টাগনে অফিস করেছে। এখন থেকে যে সংবাদ মাধ্যমগুলো এতদিন সুযোগ পায়নি তারা রোটেশন ভিত্তিক অফিস করতে পারবে।