আমুদরিয়া নিউজ : কুমারগ্রাম ব্লকে দুটি পেভার ব্লক রাস্তা ও একটি সেতুর নির্মান কাজের সূচনা করলেন রাজ্য সভার সাংসদ প্রকাশ চিক বরাইক। সাংসদ রবিবার এই কাজ গুলির নির্মান কাজের সুচনা করে জানান তিনটি কাজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে বাস্তবায়িত হবে। কাজগুলি হলো কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাগলারহাট থেকে জোড়াই নদী পর্যন্ত দুই কিলোমিটার পঁচিশ মিটার দীর্ঘ একটি পেভার ব্লকের রাস্তা, এন কে এস গ্রাম পঞ্চায়েতের নিউল্যান্ডস চা বাগানে আরেকটি পেভার ব্লকের রাস্তা এবং এন কে এস গ্রাম পঞ্চায়েতের সংকোষ ফরেস্ট ভিলেজ এর বড় নালা নদীর উপর একটি জয়েস্ট ব্রিজ। সাংসদ বলেন বড়নালা নদীর উপর সেতু না থাকায় বাসিন্দারা যাতায়াতের সমস্যায় ছলেন। দীর্ঘদিন ধরে তারা বড়নালা নদীর উপর সেতু নির্মানের দাবি জানিয়ে আসছিলেন। সেতুটি নির্মান হলে বাসিন্দাদের যাতায়াতের সুবিধা হবে।
সেতু নির্মানের কাজের সূচনা হওয়ায় খুশী বাসিন্দারা। তিনটি কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ধীরেশ চন্দ্র রায়, সমাজসেবি বিনোদ কুমার মিঞ্জ, সঞ্জিত ধর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।