আমুদরিয়া নিউজ : প্রায় দু বছর ধরে ভারত ও কানাডার সম্পর্কের টানাপোড়েন চলছিল। অবশেষে জি-৭ সম্মেলনের ফাঁকে কানাডার কানানাসকিসে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার নয়া প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দুই দেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন যে উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক করতে আবার হাই কমিশনার নিয়োগ হবে। এক খালিস্ানি জঙ্গি নেতার হত্যার ঘটনাকে কেন্দ্র করে কানাডা অভিযোগের তির ছুঁড়েছিল ভারতের গোয়েন্দা সংস্থার দিকে। ভারত তা অস্বীকার করে। তার পর দু দেশের পক্ষেই হাই কমিশনার তুলে নেওয়া হয়। এবার বরফ গলল বলে মনে করছে কূটনৈতিক মহল।
