আগামী বছরের প্রথমার্ধেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা। সব ঠিক থাকলে তার আগে, তিন মাসের মধ্যেই শীঘ্রই হাওড়া থেকে দিল্লি স্লিপার ক্লাস সমন্বিত বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। রেলমন্ত্রী ওই ঘোষণা করেছেন। ফলে, বিরোধী দলের অনেকেই এটা ভোটের রাজনীতি বলে মন্তব্য করেছেন। তবে বিজেপি দাবি করেছে, প্রতিশ্রুতি মতোই বাস্তবায়িত হচ্ছে।
রেল জানিয়েছে, ১৬ কামরার ট্রেনে ১১টি থ্রি-টায়ার এসি, ৪টি টু-টায়ার এসি, ১টি ফার্স্ট ক্লাস এসি। মোট ৮২৩টি বার্থ থাকবে।
থাকবে ফার্স্ট ক্লাসে গরম জলে স্নানের সুবিধা। প্রতিটি সিটে ইউএসবি চার্জিং পয়েন্ট, ইনটিগ্রেটেড রিডিং লাইট এবং বড়সড় লাগেজ রুমের ব্যবস্থাও থাকবে।
স্টেনলেস স্টিলের সিট ও অভ্যন্তরীণ সজ্জা বিমানের মানের সঙ্গে তুলনীয় হতে পারে বলে রেলে দাবি। সর্বোচ্চ ১৬০ ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে চলতে সক্ষম।
হাওড়া-দিল্লি (১৪৪৯ কিমি) পথ যেতে লাগবে মাত্র ১৫ ঘণ্টা। দিল্লি থেকে বিকেল ৫টায় ছেড়ে পরের দিন সকাল ৮টায় হাওড়ায় পৌঁছবে। হাওড়া থেকেও বিকেল ৫টায় রওনা হয়ে সকাল ৮টায় দিল্লিতে পৌঁছাবে।ট্রেনটি থামবে কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ, দীনদয়াল উপাধ্যায় জংশন, গয়া, ধানবাদ, আসানসোল।
মোটামুটি রেল আভাস দিয়েছে, থ্রি-টায়ারে ভাড়া ৩,০০০ টাকা বা তার কাছেপিঠেই হবে। টু-টায়ারে হতে পারে ৪,০০০ টাকা। ফার্স্ট ক্লাসে ৫,১০০ টাকা মতো।