আমুদরিয়া নিউজ : বক্সা ব্যঘ্র প্রকল্পের সংরক্রিত এলাকায কোনরকম ব্যবসাযিক নির্মাণ করা যাবে না বলে জানিযে দিল কলকতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টে এই মামলার শুনানি হয়। আদালত সূত্রের খবর, সেখানে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, বক্সার ব্যাঘ্র প্রকল্পের আওতায় থাকা এলাকায় বাণিজ্যিক কাজ করা যাবে না। কোনও নির্মাণ থাকলে তা সরিয়ে দিতে হবে বলে জানিয়ে দেন বিচারপতি। আগেই পরিবেশ আদালত মানে গ্রিন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, বক্সায় কোনও ব্যবসায়িক নির্মাণ থাকবে না। সেই রায়ের বিরুদ্ধেই হাইকোর্টে আবেদন করেছিলেন সেখানকার ব্যবসায়ীদের কয়েকজন।
