আমুদরিয়া নিউজ : বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) বর্তমানে সংকটে। ইসলামী দল জামায়াত-এ ইসলামী-র সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে দলের অন্দরেই তীব্র বিদ্রোহ শুরু হয়েছে। দলের একাধিক নেতা এই জোটের বিরোধিতা করে জানিয়েছেন, এতে এনসিপির ধর্মনিরপেক্ষ ও সংস্কারমূলক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যেই কয়েকজন নেতা পদত্যাগ করেছেন বলে খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে তরুণ ও শহুরে ভোটব্যাঙ্ককে ভরসা করে এনসিপি এগোচ্ছিল, এই সিদ্ধান্তে তারা মুখ ফিরিয়ে নিতে পারে। সামনে জাতীয় নির্বাচন থাকায় এই অন্তর্দ্বন্দ্ব দলটির সংগঠন ও নির্বাচনী সম্ভাবনার উপর বড় প্রভাব ফেলতে পারে। এনসিপির ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত।