আমুদরিয়া নিউজ : এমন ঘটনা ঘটেছে স্পেনে। একটি বেসরকারি অফিসে এক কর্মীর ডিউটি শুরু সকাল সাড়ে ৭টায়। কিন্তু রোজই সে দেড় ঘণ্টা আগে অফিসে হাজির হতেন। তাঁর বস অনেকবার এক আগে অফিসে যেতে নিষেধ করেছেন। কিন্তু, ২২ বছর বয়সী কর্মীটি সে কথা শোনেননি। তাই সম্প্রতি তাঁকে বরখাস্ত করেছে সংস্থাটি। ফলে, এটাই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।