আমুদরিয়া নিউজ : কলকাতা সহ গোটা রাজ্য এখন ইডির তদন্ত ও তাতে বাধা দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলার দিকে তাকিয়ে। কারণ, ওই মামলায় ইডি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার আবেদন করেছে। আজ, শুক্রবারই বেলা আড়াইটে নাগাদ মামলার শুনানি হওয়ার কথা। ওই আদালতেই তৃণমূল কংগ্রেসের দায়ের করা পাল্টা মামলার শুনানি হবে।
ঘটনা হল, বৃহস্পতিবার কলকাতায় কয়লা পাচার সংক্রান্ত একটি মামলায় ইডি সল্টলেকে আই প্যাকের দফতরে ও লাউডন স্ট্রিটে আইপ্যাক সংস্থার অন্যতম কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালায়। তল্লাশির খবর পাওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ওই দুই জায়গায় যান। ইডির অভিযোগ, তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী একাধিক নথি, ফাইল এবং ল্যাপটপ সরিয়ে নেন। মুখ্যমন্ত্রীর পাল্টা অভিযোগ, তৃণমূলের নির্বাচনী কৌশলের ফাইল হাতিয়ে নিতেই অভিযান হয়েছে। এদিন, আইপ্যাকের দফতরে ইডি অভিযানের প্রতিবাদে দিল্লিতে স্বরাষ্ট্র দফতরের সামনে বিক্ষোভ দেখান তৃণনূলের সাংসদ ডেরেক ও’ ব্রায়েন, মহুয়া মিত্র, কীর্তি আজাদ, শতাব্দী রায়র সহ অনেকেই। পুলিশ তাঁদের টেনেহিঁচড়ে সরিয়ে থানায় নিয়ে যায়।
তদন্তে বাধার অভিযোগ মামলায় মুখ্যমন্ত্রীকে যুক্তের আবেদন ইডির
Leave a Comment