আমুদরিয়া নিউজ : বিয়ের কদিন আগে হবু শ্বশুরবাড়ির কাটা গাছ পড়ে মৃত তরুণী। বসিরহাটের গণপতিপুরের ঘটনা। জানা গিয়েছে, মৃতা ওই তরুণীর নাম মধুমিতা রায় (৩৫)। সোমবার সকালে হবু শ্বশুরবাড়িতে দোতলায় অন্যদের সঙ্গে গল্প করছিলেন। তখনই কাটা হচ্ছিল পুরোনো নারকেল গাছ। এ সময় হঠাৎ নীচে নামলে নারকেল গাছের ওপরের দিকের অর্ধেক কাটা অংশ এসে পড়ে তাঁর পিঠে। ছিটকে গিয়ে পাঁচিলে ধাক্কা খেয়ে জ্ঞান হারান। এরপর তাঁকে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় স্তব্ধ গোটা পাড়া। এ দিন দুপুরে বারাসত হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্তের পরে শেষকৃত্য সম্পন্ন হয় মধুমিতার।
