আমুদরিয়া নিউজ : সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটল উত্তরবঙ্গে। শুক্রবার রাতে কালিম্পঙের রিয়াং এলাকায় একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িতে চালকসহ মোট ১০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। বাকি আটজন গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আহতদের প্রথমে রম্ভি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কয়েকজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, পাহাড়ি রাস্তায় গাড়ির গতি বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে ঠিক কী কারণে গাড়িটি খাদে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর ওই এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।