আমুদরিয়া নিউজ ডেস্ক : বেঙ্গালুরুতে ২৯ বছর বয়সী তরুণীকে খুন করে ৫৯ টুকরো করার দায়ে অভিযুক্তের ঝুলন্ত দেহ মিলল ওড়িশার ভদ্রকে। বুধবার একটি গাছে দেহটি ঝুলতে দেখা যায়। পুলিশের দাবি, একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে লেখা রয়েছে, সে মহালক্ষী নামের ওই তরুণীকে খুনের পরে টুকরো করে ফ্রিজে রেখেছিল।
কিন্তু, কেন খুন করেছে তা স্পষ্ট নয় পুলিশের কাছে। পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটটির ফরেনসিক পরীক্ষা করানো হবে। গত ২১ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ওই তরুণীর দেহের টুকরোগুলো একটি ফ্রিজের মধ্যে পাওয়া যায়। পুলিশ তদন্তে নেমে রঞ্জন রাই নামে এক তরুণকে সন্দেহ করে। সেই রঞ্জনের হদিস মেলে ওড়িশায়। কিন্তু, তাকে ধরার আগেই এই ঘটনা ঘটে গেল।