আমুদরিয়া নিউজ : নাগরাকাটার সুখানি নদীতে ভেসে উঠলো এক অঅজ্ঞাতপরিচয় নাবালিকার মৃতদেহ। এলাকায় ভিড় করেন গ্রামবাসীরা এবং খবর দেন নাগরাকাটা পুলিশকে।
মৃতদেহের নাম, মৃত্যুর কারণ সবটাই এখনও রহস্য পুলিশের কাছে। অনুমান করা হয় খুন করে মৃতদেহ জলে ভাসিয়ে দেওয়া হয়েছে।মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য এবং মৃত নাবালিকার পরিচয়ের জন্যও খোঁজ করা হয়েছে আশেপাশের থানায় এমনটাই সূত্রের খবর।
 
					 
			 
		 
		 
		 
		