আমুদরিয়া নিউজ : ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ আনার পরে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার আদালত। সে দেশের সংবাদ সংস্থা দাবি করেছে, আমেরিকার আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানায় সিলমোহর পড়েছে। তবে আদানি গোষ্ঠীর পক্ষ থেকে সব অভিযোগ ভিত্তিহীন জানিয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হবে বলে দাবি করা হয়েছে।
দুদিন আগে মার্কিন বিচার বিভাগ এবং এসইসি অভিযোগ তুলেছে, আদানি গ্রিন এনার্জির জন্য একটি সৌর শক্তি প্রকল্পের জন্য একটি চুক্তি সই করানোর জন্য ভারতের সরকারি কতার্দের একাংশকে ঘুষের প্রস্তাব দেওয়া হয়। যে হেতু আদানি গ্রিন এনার্জি আমেরিকার বিনিয়োগকারীদের থেকে টাকা তুলেছে তাই সে দেশের আইন অনুসারে, সেই টাকা ঘুষের কাজে ব্যবহার হলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। যদিও এই অভিযোগ ঠিক নয় বলে আদানি গোষ্ঠী বারেবারেই দাবি করেছে।