আমুদরিয়া নিউজ: ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে টেক্সাস। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ২৪ জনের। জানা গিয়েছে, আমেরিকার টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলে গত কয়েকদিন ধরেই বর্ষাকালীন বৃষ্টি হচ্ছে। শুক্রবার হঠাৎ সেখানে বন্যা দেখা দেয়। ভারী বৃষ্টিতে প্লাবিত হয় গুয়াদালুপে নদী। ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর জল ২৬ ফুট বেড়ে যায়। সংবাদ সূত্রে খবর ওই অঞ্চলেই সামার ক্যাম্প হচ্ছিল। জলের তোড়ে ভেসে যায় সামার ক্যাম্পে আসা ২৫ পড়ুয়া। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, উদ্ধার অভিযানে ১৪টি হেলিকপ্টার নামানো হয়েছে। রয়েছে ১২টি ড্রোনও।
