আমুদরিয়া নিউজ: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত আমেরিকার টেক্সাসে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার সকাল পর্যন্ত ১০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা কের কাউন্টির। সেখানে এখনও পর্যন্ত ২৮ জন শিশু-সহ ৮৪ জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ এখনও অনেকে। আমেরিকার টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলে গত কয়েকদিন ধরেই বর্ষার বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার হঠাৎ সেখানে বন্যা দেখা দেয়। ভারী বর্ষণের জেরে প্লাবিত হয় গুয়াদালুপে নদী। মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট (৮ মিটার) বৃদ্ধি পায়। হড়পায় ভেসে যান অনেকে। পরিবেশবিদরা বলছেন, টেক্সাসের ইতিহাসে এই বন্যা অন্যতম বড় বিপর্যয়। তবে এখনও টেক্সাসে আবহাওয়া পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি মাথায় নিয়েই চলছে উদ্ধারকাজ।
