আমুদরিয়া নিউজ: ক্রমেই খারাপ হচ্ছে বন্যা বন্যা-বিধ্বস্ত টেক্সাসের পরিস্থিতি। এখনও পর্যন্ত ১১১ জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ প্রায় ১৮০ জন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের ফলে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে। প্রত্যেক নিখোঁজ ব্যক্তির সন্ধান না-পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলে আশ্বস্ত করেছেন টেক্সাসের গভর্নর অ্যাবট। আমেরিকার সামরিক বাহিনীর ‘চিনুক’ এবং ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার নিয়ে চলছে উদ্ধারকাজ। একই সঙ্গে রিপার ড্রোনও ব্যবহার করে নিখোঁজদের সন্ধান চালাচ্ছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে মঙ্গলবার (স্থানীয় সময় অনুসারে) টেক্সাসের পার্শ্ববর্তী নিউ মেক্সিকো প্রদেশেও হড়পা বান নেমেছে। সেখানে রুডিওসো এলাকায় হড়পা বানে অন্তত তিন জনের মৃত্যুর খবর মিলেছে। সেখানেও ভারী বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছিল।
