আমুদরিয়া নিউজ: আগামী ১৫ জুলাই টেসলার বিদ্যুৎ চালিত গাড়ির প্রথম শোরুম খুলবে মুম্বাইয়ে। টেসলা জানিয়েছে তাদের প্রথম “এক্সপেরিয়েন্স সেন্টার” বা শোরুম চালু হবে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে। সংবাদ সূত্রে খবর চিনের সাংহাইয়ে টেসলার কারখানা থেকে ইতিমধ্যেই পাঁচটি মডেল ওয়াই টেসলা গাড়ি মুম্বইয়ে এসে পৌঁছেছে। ভারতের বাজারে গাড়িগুলির দাম পড়বে ২.৭৭ মিলিয়ন টাকা (প্রায় ৩১,৯৮৮ ডলার)। এলন মাস্কের কোম্পানি ভারতে বিক্রি শুরু করার জন্য একটি লিজ চুক্তি সই করেছে। টেসলার ভারতে আসা নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন ধরেই। কিন্তু বিভিন্ন টালবাহানায় তা পিছিয়ে গিয়েছে।
