আমুদরিয়া নিউজ : উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে খাদে গিয়ে পড়ল যাত্রীবোঝাই বাস। অন্তত ৩০ জনের আটকে থাকার সম্ভাবনা সেই বাসে। হতাহতের খবর এখনও জানা যায়নি। তবে মৃত্যুর আশঙ্কা রয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে কয়েক জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনায় দুঃখপ্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী।
 
			 
					 
		 
		 
		 
		