আমুদরিয়া নিউজ: ফের সংঘর্ষে কেঁপে উঠল আফগানিস্তান–পাকিস্তান সীমান্ত। বুধবার ভোরের সংঘর্ষে উভয়পক্ষের ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতের সংখ্যা শতাধিক। সূত্রের খবর, এদিন তালিবান বাহিনী সীমান্ত এলাকার পাক সেনাঘাঁটিতে হামলা চালায়। তাদের একটি ট্যাঙ্ক দখল করে নেয় আফগান তালিবান বাহিনী। পাকিস্তান সেনা পালটা আক্রমণে আফগান বাহিনীর ট্যাঙ্ক ও ঘাঁটিতে ব্যাপক ক্ষতি করে। জানা গিয়েছে, যেখানে সংঘর্ষ হয় সেটি পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের চামান জেলা এবং দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় অবস্থিত। ঘটনায় উভয়পক্ষই একে অপরকে দোষারাপ করছে।
