আমুদরিয়া নিউজ: আগামী ১৪ নভেম্বর বিহারে গঠিত হবে নতুন সরকার। বিহারে ভোট দিয়ে বেরিয়ে দাবি করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এদিন স্ত্রী রাজশ্রী যাদবের সঙ্গে ভোট দিতে আসেন তেজস্বী। ভোট দিয়ে বেরিয়ে তাঁর বার্তা, “আগামী ১৪ নভেম্বর বদল আসছে। গঠিত হবে নতুন সরকার।” এদিকে স্ত্রী রাবড়ি দেবীকে নিয়ে পটনার একটি বুথে ভোট দিলেন আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। ভোট দিয়ে বেরিয়ে লালুও দাবি করেন, ‘বদল হবে’। এদিন সকাল ৭টা থেকে বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে কোনও কোনও কেন্দ্রে বিকেল ৫টায় শেষ হবে ভোটগ্রহণ। ১১ নভেম্বর দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ।