আমুদরিয়া নিউজ: শুক্রবার বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম নেই সে রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের। শনিবার একটি সাংবাদিক বৈঠক করে নিজেই এই কথা জানিয়েছেন তিনি। লালুপ্রসাদ যাদবের পুত্র জানিয়েছেন, কমিশনের অ্যাপে ভোটার কার্ডে থাকা এপিক নম্বর দিয়ে নাম খোঁজার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু বার বার লাল কালির লেখা স্ক্রিনে ভেসে উঠে জানান দিচ্ছিল, এই সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। তারপরেই সাংবাদিক সম্মেলন করে লালুপুত্র প্রশ্ন তোলেন, ভোটার তালিকায় নাম না থাকলে তিনি নির্বাচনে লড়বেন কী করে? তেজস্বীর দাবি খারিজ করেছে নির্বাচন কমিশন। তেজস্বীর দাবি খণ্ডন করতে পাল্টা একটি তালিকা প্রকাশ করে দেখিয়ে দিয়েছে যে ৪১৬ নম্বরে তেজস্বী যাদবের নাম রয়েছে।
