আমুদরিয়া নিউজ : দুবাই এয়ার শোতে প্রদর্শনের সময় ভারতীয় লাইট কমব্যাট বিমান তেজস ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন তৈরি করেছে। শুক্রবার দুপুরে দুবাইয়ের আল-মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে রুটিন প্রদর্শনী উড়ান চলছিল। প্রত্যেকবারের মতোই তেজস নানা কসরত দেখাচ্ছিল। কিন্তু আচমকা বিমানটি নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে এটি দ্রুত নিচের দিকে নামতে থাকে। উপস্থিত দর্শক এবং কর্মকর্তারা কিছু বোঝার আগেই বিমানটি জোরে মাটিতে আছড়ে পড়ে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার মুহূর্তে পাইলট ইজেকশন সিস্টেম ব্যবহার করার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। তবে তিনি গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে বিমানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অনেক দর্শক আতঙ্কে ছুটোছুটি শুরু করেন, তবে তাদের মধ্যে কেউ আহত হয়নি।
ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, তেজস-এর এই বিধ্বস্ত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এর কারণ নির্ণয়ে কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ কোনও প্রযুক্তিগত ত্রুটি অথবা যান্ত্রিক গোলযোগ তৈরি হয়েছিল, যা পাইলট সামলাতে পারেননি। তবে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না কর্তৃপক্ষ।
তেজস, ভারতীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL)-এর তৈরি অত্যাধুনিক দেশীয় যুদ্ধবিমান। বহু আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেওয়ার মাধ্যমে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষমতা তুলে ধরে এই বিমান। দুবাই এয়ার শোতে তার প্রদর্শনী নিয়ে বিশেষ আশা ছিল, কিন্তু সেই প্রদর্শনী পরিণত হলো এক মর্মান্তিক দুর্ঘটনায়, যা ভারত ও আন্তর্জাতিক উভয় মহলে শোকের ছায়া ফেলেছে।