আমুদরিয়া নিউজ: ইজরায়েলে দফায় দফায় মিসাইল হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা ইরানের। জানা যাচ্ছে, এই যুদ্ধবিরতির আগে ইজরায়েলের একাধিক জায়গায় অন্তত ৬টি মিসাইল দেগেছে ইরান। এই হামলায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একাধিক। মঙ্গলবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান-ইজরায়েল সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘আগামী ছ’ঘণ্টার মধ্যে ইরান-ইজরায়েল দু’পক্ষই সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে যাবে।’ কথা ছিল, ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯.৩০টা থেকে যুদ্ধ বিরতির পথে হাঁটবে ইরান ও ইজরায়েল। সেই সময়সীমার ঠিক আগে যুদ্ধবিরতিতে নিজেদের সম্মতির কথা জানায় তেহরান। শুধু তাই নয় ইরান আরও জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই তারা ইসরায়েলের উপর শেষ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে।
