আমুদরিয়া নিউজ : ৯ শিশু-সহ একই পরিবারের ১৩ জনকে খুন করেছিল মঙ্গল নামের এক ব্যক্তি। আফগানিস্তানের ঘটনা। তদন্তে মঙ্গল দোষী সাব্যস্ত হয়। আফগানিস্তানের সুপ্রিম কোর্ট মঙ্গলকে জনসমক্ষে গুলি করে মারার শাস্তি দেয়। তাও যে পরিবার বেশির বাগ লোক খুন হয়েছেন, সেই পরিবারের কিশোরকে আদালত নির্দেশ দেয়, সে নিজের হাতে খুন করবে দোষীকে। এর পরে সে দেশের স্টেডিয়ামে সাজা কার্য়করের সিদ্ধান্ত হয়। ৮০ হাজার লোক জড়ো হয়। সকলের সামনে ১৩ বছরের কিশোর গুলি করে মারে দোষীকে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। তালিবান সরকারের আমলের এই ঘটনার নিন্দা করেছে রাষ্ট্রসঙ্ঘও। এমন প্রকাশ্যে সাজা দেওয়া নিষ্ঠুর,আমানবিক বলে মনে করে রাষ্ট্রসঙ্ঘ।