আমুদরিয়া নিউজ: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। জামিন পেয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবংএসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাও। তবে এই মুহূর্তে জেল থেকে মুক্তি পাচ্ছেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কারণ, তাঁর বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতির একাধিক মামলা এখনও চলছে। এর আগে ইডির মামলায় জামিন পেয়েছিলেন তিনি। তবে সোমবার সুপ্রিম কোর্ট সিবিআই মামলায় তাঁকে জামিন দেওয়ার জেলমুক্তির আশা বাড়ল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সাল থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়।
