আমুদরিয়া নিউজ : সোশ্যাল মিডিয়ায় অনেক সময়ই এমন ভিডিও দেখা যায় যেখানে কোনও ব্যক্তিকে উদ্দেশ্য করে কিছু বলা হয় এবং তারপর কিছুই বলা হয়নি এমন ভাব দেখিয়ে তাঁকে বোকা বানানো হয়। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রেস্টুরেন্টে বসেছিলেন এক তরুণী। হঠাৎই তাঁকে লক্ষ্য করে এক তরুণ উঠে আসেন। তরুণকে বলতে শোনা যায়, এক্সকিউজ মি। আমি আপনাকে দূর থেকে লক্ষ্য করছিলাম। আপনাকে খুবই সুন্দর দেখতে। এটুকু বলতে না বলতেই তরুণী ক্ষেপে যান। বলে ওঠেন, নিজের মুখটা আয়নায় দেখেছো ? তরুণ তাঁকে উপেক্ষা করে তাঁর পেছনে বসা এক তরুণীর দিকে চলে যান। তরুণকে বলতে শোনা যায়, আপনাকে কিছু বলিনি। আপনার পেছনে যিনি বসে আছেন সেই সুন্দর মহিলার কথা বলছি। রাগান্বিত তরুণী ততক্ষণাৎ অপ্রস্তুত। তবে ভিডিওটি অনেকেই দেখে মন্তব্য করেছেন, তরুণী মাথা গরম করেই ট্রোলের শিকার হয়েছেন।
