আমুদরিয়া নিউজ: সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী এদিন সাফ জানিয়ে দিলেন, কোনওভাবেই সন্ত্রাসবাদকে সহ্য নয়। একের পর এক কড়া বার্তা দিলেন পাকিস্তানকে। গোটা বিশ্বের উদ্দেশে জানালেন, যদি পাকিস্তানের সঙ্গে ভারতের কথা হয়, তাহলে তা হবে সন্ত্রাসবাদ নিয়েই, হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই। বললেন, টেরর আর ট্রেড, টেরর আর টক একসঙ্গে হবে না। যেমন একসঙ্গে বইবে না জল আর রক্ত। মোদি বলেন, “বিশ্বকে বলব, পাকিস্তানের সঙ্গে যদি কোনও কথা হয়, তাহলে সেটা হবে সন্ত্রাস বন্ধ নিয়ে। কথা যদি হয় তবে তা হবে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই।” একইসঙ্গে দুই দেশের যুদ্ধ প্রসঙ্গে নিজের অতীতের বক্তব্য তুলে ধরে মোদি আরও বলেন, “এই সময় যেমন যুদ্ধের নয়, তেমনই এই সময় সন্ত্রাসবাদেরও নয়।” এখনও পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে উদ্যোগী না হলে, এই জঙ্গিরাই একদিন পাকিস্তান শেষ করে দেবে বলেও সতর্কবার্তা দেন তিনি।
