আমুদরিয়া নিউজ : নতুন ইংরেজি বছরের বক্তৃতায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেছেন, কেউই তাইওয়ানের সাথে চিনের সঙ্গে ফের যুক্ত হওয়া রুখতে পারবে না। গত এক বছরে, বেইজিং তাইওয়ানের উপর সামরিক চাপ বাড়িয়েছে। চিনের নৌবাহিনী এবং বিমানগুলি নিয়মিত তাইওয়ানে চারপাশের জল এবং আকাশসীমায় প্রবেশ করছে।
চিন স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ হিসেবে বরাবরই দাবি করে। কিন্তু তাইওয়ানের সরকার দৃঢ়ভাবে সেই দাবি উড়িয়ে দেয়। তাইওয়ান সরকার মনে করে, সেখানকার জনগণেরই তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রয়েছে এবং বেইজিংকে অবশ্যই তাদের সিদ্ধান্তকে সম্মান করতে হবে।
পক্ষান্তরে, চিন যুক্তি দেয়, তাইওয়ান প্রণালীর উভয় পাশের মানুষ মূলত একই পরিবারের। কেউ সেই পারিবারিক বন্ধন ছিন্ন করতে পারবে না এবং কেউই জাতীয় পুনর্মিলনের ঐতিহাসিক প্রবণতাকে থামাতে পারবে না বলে চিনের প্রেসিডেন্ট ইংরেজি নববর্ষে বলেছেন।