আমুদরিয়া নিউজ: নভেম্বর পড়তেই ক্রমশ কমছে তাপমাত্রা। এই সময় থেকেই গিজার ছাড়া স্নানের কথা ভাবতেই পারেন না অনেকে। কিন্তু গিজার অনেকেই চালিয়ে বন্ধ করতে ভুলে যান। এমনকি, স্নানের সময়েও গিজার চলতে থাকে। বিশেষজ্ঞরা বলছেন এই অভ্যাসের কারণে বড় ক্ষতি হতে পারে। স্নান করার সময় গিজার বন্ধ করে নেওয়াই উচিত।
গিজারে লাগানো কয়েল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে শর্ট সার্কিটের সম্ভাবনা বেড়ে যায়।
গিজার অন রেখে দিলে গিজার গরম হয়ে যায় যার কারণে ফেটে যেতে পারে। স্নানের সময় গিজার চালু রাখলে তার চাপ বয়লারের ওপর পড়ে।
অতিরিক্ত গরম জলে স্নান করলে ত্বকের ক্ষতি হতে পারে। শুষ্কতা, জ্বালা কিংবা চুলকানির সমস্যার আশঙ্কাও থাকে।
গিজার নির্দিষ্ট সময়ে বন্ধ না করলে অতিরিক্ত গরম জলে হাত পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
আবার বেশি গরম জলের ফলে হৃদযন্ত্রেরও ক্ষতি হয়। রক্তচাপের সমস্যাও দেখা দিয়ে পারে।