আমুদরিয়া নিউজ: দুর্গাপুজোর জন্য উদ্যোক্তাদের এ বছর এক লাখ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অনুদান নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘অনুদান বাড়ালেও ভোটে হারবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যতই ঘুষ দিক, যারা প্রকৃত সনাতন, হিন্দু, ভারত প্রেমী, তাঁরা কখনওই সমর্থন নেই।’ শুভেন্দু বলেন, ‘যে রাজ্যে ৭ লক্ষ কোটি টাকা ঋণ, ২ কোটি ১৫ লক্ষ শিক্ষিত বেকার, ৬০ লক্ষ পরিযায়ী শ্রমিক, এই মুখ্যমন্ত্রীর আমলে ৮ হাজার ২০০ সরকারি স্কুল বন্ধ হয়েছে। প্রায় সাড়ে নয় হাজার শিল্প বাংলা থেকে সরে গিয়েছে, আর যাই হোক কোনও সুস্থ মাথার লোক ২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না।’ তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষও। তিনি বলেন, “সরকারি টাকায় উনি নিলাম করলেন। নিলাম করে ক্লাব কিনলেন।”
