আমুদরিয়া নিউজ: ঘোষিত হল ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার। জিতলেন তিন দেশের তিন বিজ্ঞানী। বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস বা ধাতব-জৈব কাঠামো তৈরির জন্য তিন বিজ্ঞানী সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘিকে চলতি বছরে পুরস্কৃত করা হচ্ছে। সুসুমু জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক রবসন এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হিসেবে কর্মরত ইয়াঘি। চলতি বছর এখনও পর্যন্ত চিকিৎসা ও পদার্থবিজ্ঞানে নোবেল দেয়া হয়েছে। আগামীকাল সাহিত্যে এবং শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।