আমুদরিয়া নিউজ : সুপ্রিম কোর্টের ৫৩-তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সূর্য কান্ত শর্মা। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হিন্দিতে তাঁকে শপথবাক্য পাঠ করান।সূর্য কান্ত প্রধান বিচারপতি পদে থাকবেন ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্পিকার ওম বিড়লা, প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গাভাই, জেপি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ।
১৯৬২ সালে হরিয়ানার হিসারের পেটোয়া গ্রামের সাধারণ কৃষক পরিবারে জন্ম নেওয়া সূর্য কান্ত ছোটবেলা থেকেই শিক্ষায় অনুরাগী ছিলেন। গ্রামে পড়াশোনা শেষে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং ১৯৮৪ সালে আইন পাশ করেন। ২০০০ সালে মাত্র ৩৮ বছর বয়সে হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল হন। পরে ২০০৪ সালে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের বিচারপতি, ২০১৮ সালে হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি এবং ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব নেন। জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা অবলুপ্তিসহ বহু সাংবিধানিক মামলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। হরিয়ানা থেকে প্রথম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সূর্য কান্ত, যাঁকে বিচারপতি বিআর গাভাই সমাজের বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেছেন।
Leave a Comment