আমুদরিয়া নিউজ : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে মঙ্গলবার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সে দেশের সাংবিধানিক আদালত। তার পরে একদিনের জন্য মানে ২ জুলাই অবধি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উপপ্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রী সুরিয়া জুংরুং রুয়াং কিতকে। আজ, বুধবারই তার প্রধানমন্ত্রিত্ব শেষ হবে। তিনি কাউকে দায়িত্ব অর্পণ করবেন। পড়শি দেশের সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির পরে সে দেশের এক শীর্ষ কর্তার সঙ্গে ফোনালাপের সময়ে তাঁকে আঙ্কল বলে সম্বোধন করেছিলেন সিনাওয়াত্রা। সেই ফোন কল ফাঁস হয়। তার পরেই তাঁকে সাসপেন্ড করে ১৫ দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনের যুক্তি পেশ করতে বলেছে আদালত।
